• +8801 922 954 805
  • info@iconchingbd.org
  • slide
  • slide
  • slide
  • slide

ICON Coaching এর পরিচালকবৃন্দের বাণী

বিশ্ববিদ্যালয় ভর্তি কোচিং এর সকল বিষয়ের সেরা শিক্ষকেদের মিলনমেলা হলো ICON. শুধু ICON Coaching Center দিচ্ছি সকল বিষয়ে সেরা শিক্ষকের নিশ্চয়তা। বাংলাদেশে যদি ৬৮ হাজার গ্রাম থাকে এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ে যদি প্রতি বছর ৪ হাজার শিক্ষার্থী ভর্তি নেয়া হয়, তাহলে দেশের প্রতি ১৭টি গ্রাম থেকে একজন ছেলে বা মেয়ে প্রতি বছর ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হতে পারে। অর্থাৎ ঢাকা বিশ্ববিদ্যালয়ে সুযোগ প্রাপ্ত ছেলেটি বা মেয়েটি হলো বাংলাদেশের ১৭টি গ্রামের প্রতিনিধি। ঢাকা বিশ্ববিদ্যালয়ের একটি আসনে ভর্তির সুযোগ প্রাপ্তি এমনই সম্মান ও গৌরবের ব্যাপার। শিক্ষার্থীদেরকে সেই সম্মান ও গৌরবময় স্বপ্নকে স্বার্থক করে দিতেই ২০১২ সালে যাত্রা শুরু করে ICON বিশ্ববিদ্যালয় ভর্তি কোচিং। যার শিক্ষকতা ও পরিচালনায় রয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের এক ঝাঁক মেধাবী, আত্মপ্রত্যয়ী তরুণ; যারা প্রত্যেকেই কোচিং জগতে ৮/১০ বছরের শিক্ষকতার অভিজ্ঞতায় ঋদ্ধ। ICON বিশ্ববিদ্যালয় ভর্তি কোচিং নামটি কোচিং জগতে নতুন হলেও ICON এর শিক্ষকরা কোচিং জগতে কেউই নতুন নন, শিক্ষাদানে তাদের প্রত্যেকেই সুদীর্ঘ অভিজ্ঞতায় সমৃদ্ধ, ব্যক্তিগত যশ-খ্যাতিতে ঋদ্ধ এবং স্ব-স্ব বিষয়ে পাঠদানে প্রসিদ্ধ। মেদবহুল ও জনসর্বস্ব লেকচার শীট ছুঁড়ে ফেলে দিয়ে আমরা তৈরি করেছি এমন সব লেকচার শীট, যা আগে তৈরি করে দেখাতে পারেনি কেউই, যা কেবলই ভর্তি পরীক্ষাকেন্দ্রিক এবং সম্পূর্ণ প্রাসঙ্গিক। ICON Coaching নতুন হলেও এর শিক্ষকদের প্রত্যেকেই অভিজ্ঞ এবং তাদের এই সমৃদ্ধ শিক্ষা পদ্ধতিকে পুঁজি করে আমরা শিক্ষার্থীদেরকে তাদের স্বপ্ন বাস্তবায়নের স্বপ্ন দেখাই; সেই স্বপ্ন বাস্তবায়ন করাই এবং শিক্ষার্থীদেরকে পৌঁছে দেই তাদের স্বপ্নীল ক্যানভাসের বর্ণিল ক্যাম্পাসে। Read more




স্বপ্ন তুমি দেখতে পারো দু’চোখ দিয়ে আমার-
চাইলে তুমি গড়তে পারো স্বপ্নে যৌথ খামার।

আর ICON হবে তোমার ও তোমাদের স্বপ্ন পূরণের সারথি।

গ্যালারী

ICON Coaching Center এর বৈশিষ্টসমুহ

অভিজ্ঞ শিক্ষকমণ্ডলী

ICON বিশ্ববিদ্যালয় ভর্তি কোচিং এ সার্বক্ষণিক নিয়োজিত আছেন কোচিং জগতের সুদীর্ঘ ৮/১০ বছরের দক্ষ এবং অভিজ্ঞ শিক্ষকমণ্ডলী।

মান সম্পন্ন লেকচার শীট

ভর্তি পরীক্ষার উপযোগী পাঠপরিক্রমা নির্ধারণ এবং সে অনুযায়ী মান সম্পন্ন লেকচার শীট ও প্রশ্নপত্র প্রণয়ন।

ভর্তি পরীক্ষার পূর্ব পর্যন্ত কোচিং প্রদান

সম্পূর্ণ কম্পিউটারের মাধ্যমে লেকচার প্ল্যান, লেকচার শীট, পরীক্ষার প্রশ্নপত্র ইত্যাদি প্রণয়ন। ভর্তি পরীক্ষার পূর্ব পর্যন্ত কোচিং প্রদান।

স্পেশাল টেস্টের ব্যবস্থা

বিষয়ভিত্তিক ২০০০ নম্বরের স্পেশাল টেস্টের ব্যবস্থা। যা ছাত্রছাত্রীদের মেধা বিকাশে সহায়ক ভূমিকা পালন করে।

লেকচার শীট

হেড অফিস (ফার্মগেট) সহ সকল শাখায় একই লেকচার শীট অনুযায়ী যোগ্যতা সম্পন্ন শিক্ষকদের দ্বারা ক্লাস পরিচালনা।

অন্য ব্যাচের সাথে ক্লাস ও পরীক্ষা দেয়ার সুযোগ

বিশেষ কারণে ছাত্রছাত্রীরা ক্লাস ও পরীক্ষায় অংশগ্রহণ করতে না পারলে পরবর্তীতে অন্য ব্যাচের সাথে ক্লাস ও পরীক্ষা দেয়ার সুযোগ।

স্বপ্ন তুমি দেখতে পারো দু’চোখ দিয়ে আমার-
চাইলে তুমি গড়তে পারো স্বপ্নে যৌথ খামার।

বিষয়

বিস্তারিত

ICON এর সাফল্য

বিশ্ববিদ্যালয়